মাধবপুরে কৃষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামের কৃষক শওকত আলীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে কাশিমনগর-চৌমুহনী সড়কের কাশিমপুর নামক স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন কৃষক শওকত আলীর স্ত্রী, মেয়ে, ছেলেসহ অনেকে।

বক্তারা বলেন, বেলাপুর গ্রামের মৃত ঝাড়ু মিয়ার ছেলে আলম মিয়া ও মঞ্জুর আলী শওকত আলীর ওপর হামলা চালান। এ ঘটনায় শওকত আলীর স্ত্রী মিনারা খাতুন বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্ত আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও মনতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন দেব আসামিদের গ্রেপ্তার করছেন না।

এই আসামিরা প্রায় ২৫ বছর পূর্বে শওকত আলীর ভাই সিফত আলীকে হত্যা করেছেন বলে বক্তারা দাবি করেন।

শওকত আলীর স্ত্রী মিনারা বেগম জানান, তিনি অন্যের বাড়িতে কাজ করে ছেলেদের লেখাপড়া করান। তার স্বামী কৃষক শওকত আলী অন্যের জমিতে কৃষিকাজ করেন। তারা গরিব মানুষ। গরিব বলে কি তারা বিচার পাবেন না?