হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নাইম মিয়া (১৪) নামে এক কিশোরের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট, শাহজীবাজার রাবার বাগানের ১নং টেপিং এলাকার বি টাস্ক এলাকায় ভূমি থেকে আনুমানিক ২০০ ফিট টিলার উপরে পঁচাগলা ও পোকাধরা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
অনুসন্ধানে জানা যায়, নিহত কিশোর হবিগঞ্জ সদর উপজেলার লস্কর পুর ইউনিয়নের হাথিরথান গ্রামের নিদন মিয়ার পুত্র নাইম মিয়া (১৪)।
ধারণা করা হচ্ছে, অনুমান ৪/৫ দিন পূর্বে অজ্ঞাতনামা আসামিরা ঘটনাস্থল রাবার বাগানের গহীন জঙ্গলে নির্জন স্থানে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক।
নিহত কিশোর নাইম মিয়ার পিতা ইদন মিয়া জানান, ‘আমার ছেলে মিনি টমটম চালক। বিগত ২/৩ আগে প্রতিদিনের মত টমটম নিয়ে বের হলে সেদিন আর বাড়ি ফিরে আসেনি। এই অবস্থায় নানা জায়গায় খোঁজাখুঁজি করে কোন খোঁজ না-পেয়ে সদর থানায় অভিযোগ করলে আজ চুনারুঘাট থানায় আমার সন্তানের লাশের সন্ধান পাই।’
তিনি তার প্রতিবেশি তিনজনকে এ হত্যার সাথে জড়িত বলে জানান। এছাড়া সন্তান হত্যার বিচার পেতে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।