হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা। সার্বিক সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এসময় উপস্থিত ছিলেন- ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজি রুমন, স্থানীয় মেম্বার জসীম উদ্দিন, হিরুন আহমদ।
জানা যায়, উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইজারাবিহীন স্থান থেকে বালু উত্তোলন ও ব্যবহার করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দক্ষিণ দেওরগাছের বাসিন্দা মারুফ মিয়া হৃদয় (২৬)-কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং অবৈধভাবে মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে একই আইনে কাজল খান (২৬) ও আব্দুল হামিদ (২৬) নামের দুজনকে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।