চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, অর্থদণ্ড প্রদান

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) আফিয়া আমিন পাপ্পা। সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশ।

উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ‌নালমুখ বাজারের দক্ষিণে লাদিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এ অর্থদণ্ড প্রদান করে। অবৈধ বালু উত্তোলনের দায়ে বড়াআব্দা গ্রামের আব্দুল হাই এর ছেলে লাল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।