চুনারুঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রবাসি নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরিদ মিয়া (৩৫) নামের এক প্রবাসি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় সাড়ে ৮টায় চুনারুঘাট সাটিয়াজুরী বাইপাস সড়কের পীরেরগাঁও রাহি ব্রিকস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফরিদ মিয়া (৩৫) উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চৌধুরী গাঁওয়ের নুরুল হকের ছোট ভাই। তিনি আবুধাবি প্রবাসী ছিলেন।

স্থানীয়রা জানান, ফরিদ মিয়া চুনারুঘাট পৌর শহরে থেকে রানীগাঁও বাড়ি ফেরার সময় বিপরীত দিক সাটিয়াজুরী মিরপুর থেকে ছুটে আসা একটি সিএনজি অটোরিকশা রাস্তা ক্রস করার চেষ্টা করলে মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে। ফলে মোটরসাইকেল চালক প্রবাসি ফরিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় বাকী মোটরসাইকেল আরোহী কাউছার (১৭) এবং সিএনজি অটোরিকশার যাত্রী নারী ও শিশুসহ ৫ জনকে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট ও হবিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয় চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও গাড়ি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।