হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিক গৌড় সম্প্রদায়ের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগানের গৌড় সম্প্রদায়ের চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
প্রথমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে গৌড় সম্প্রদায় কে আদিবাসী তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।
রোববার (৯ এপ্রিল) দুপুরে সুরমা চা বাগানে কালিচরন গৌড়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরমা চা বাগান ব্যবস্থাপক বাবুল কুমার সরকার, লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড়, মৌলভীবাজার চা জনগোষ্ঠীর আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, সেক্রেটারী মিনাজ বেসরা, গৌড় সম্প্রদায়ের নেতা দোলন গৌড় জয়নাল, নীলা গৌড়, হরিলাল গৌড়, দ্বিপ কর্মকার সহ অনেকেই।
সম্মেলনে গৌড় সম্প্রদায়ের মেয়েরা নৃত্য পরিবেশন করে।