চার শ্রমিক নেতা আটকের অভিযোগে পরিবহন শ্রমিকদের অবরোধ

সিলেটে চার শ্রমিক নেতাকে আটকের অভিযোগ তুলে মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

এরমধ্যে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়ক, টিলাগড়-মেজরটিলায় সিলেট-তামাবিল সড়ক, বিমানবন্দর রোড, গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ট্রাক শ্রমিকরা। তাদের দাবি-র‌্যাপিড একশন ব্যাটালিয়নের দুটি দল গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা থেকে তাদের চারজন শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে।

জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন- আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে একটি বাহিনী। কী কারণে নিয়ে গেছে আমরা জানি না। আমাদেরকে কিছু বলা হয়নি। এ চারজনকে না ছাড়া পর্যন্ত আমরা অবরোধ তুলবো না। আমরা জেলার প্রতিটি থানায় অবরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানিয়েছে পুলিশ।