গোয়াইনঘাটে মেছো বাঘ অবমুক্ত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে জনতার হাতে আটক হওয়া মেছো বাঘটি বন বিভাগের মাধ্যমে রাতারগুল সোয়াম্প ফরেস্টে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে লামা ফতেপুরে জনতার হাতে ধরা পড়ে মেছো বাঘ। পরে রাতারগুল সোয়াম ফরেস্টের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি’র সভাপতি মো. মাহবুব আলম এবং সিলেট বন বিভাগের আওতাধীন সারি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদের নির্দেশনায় বিট কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদের নেতৃত্বে মেছো বাঘটি উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে সারি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিনের নির্দেশনায় সিলেট বন বিভাগের আওতাধীন রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রাণীটি অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাতারগুল বিট কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, রাতারগুল সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি সদস্য শাহ আলম সোহেল, বিশেষ জীববৈচিত্র্য এলাকার ৩নং ওয়ার্ড সদস্য এখলাছুর রহমান ও ফতেপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরআগে, জনতার হাতে মেছো বাঘ আটক হওয়ার খবরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান তাৎক্ষণিক খোঁজ খবর নিয়ে মেছো বাঘটি অবমুক্ত করতে সার্বিকভাবে দিক নির্দেশনা দেন।