গোলাপগঞ্জে ৩৩ হাজার ভোট বেশি পেয়ে নৌকার জয়

প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় তিনগুন বেশি ভোট পেয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

নৌকা প্রতিক নিয়ে এলিম পেয়েছেন ৪৯ হাজার ৯২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপি শফিক উদ্দিন পেয়েছেন ১৬ হাজার ৭০৭ ভোট।

ফলাফল অনুযায়ী ৩৩ হাজার ২১৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

বুধবার রাত সাড়ে ৮টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। বৃষ্টি এবং ছোটখাটো কিছু বিশৃঙ্খলা ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম।

উপজেলায় ১১টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ১০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২২ হাজার ৯৭ ভোট। নারী ভোটার ১লক্ষ ৮ হাজার ৩টি ভোট।

নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৭ হাজার ৫৫১টি। বৈধ ভোট ৬৬হাজার ৬২৭। বাতিল হয়েছে ৯০২টি ভোট।

এদিকে ১০২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নিয়েছিল প্রশাসন। যেগুলোতে ছিল বাড়তি নজরদারি।

নির্বাচন সুষ্ঠু করতে উপজেলাজুড়ে ৩ স্থরের নিরাপত্তার পাশাপাশি ৩ জন জুডিশিয়াল, ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ ১০২টি কেন্দ্রে আনসার, বিজিবি ও পুলিশের ৭৭৮জন সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন।