পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়নে পানিবন্দি হাজার হাজার মানুষ। দুর্বিষহ দিন কাটাচ্ছেন পানিবন্দি এলাকার বাসিন্দারা। প্রাকৃতিক এ দুর্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও সদ্য উপজেলা নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সফিক উদ্দিন।
সোমবার (২০ জুন) বাদেপাশা ইউনিয়নের পানিবন্দি তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও গবাদি পশুর জন্য ঘাস বিতরণ করেন।
বাদেপাশা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান মিজানের সার্বিক সহযোগিতায় বাগলা, মিরেরচক এলাকার পানিবন্দি মানুষের মধ্যে এ সকল খাদ্য বিতরণ করা হয়।
এ বিষয়ে সফিক উদ্দিন বলেন, বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ, বাদেপাশা, বাঘা ইউনিয়নের বেশির ভাগ মানুষ পানিবন্দি। দুর্বিষহ, করুণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন এ এলাকার লোকজন। আমি আমার সাধ্যমত বাদেপাশা ইউনিয়ন সহ বিভিন্ন পানিবন্দি এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছি। প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবেলায় সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানাই।