গোলাপগঞ্জে জমি ও গৃহ প্রদান উপলক্ষে সভা

সিলেটের গোলাপগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে সারাদেশের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোলাপগঞ্জ থেকেও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সাথে সংযুক্ত করা হয়।

আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী সারাদেশে ২৬ হাজার ২২৯টি ঘর সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

গোলাপগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

আরও বক্তব্য দেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার সফিকুর রহমান, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম প্রমুখ।