গোলাপগঞ্জে এক রাতে ৮টি দোকানে চুরির ঘটনায় আরও ১জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বরবাসাই গ্রামের মৃত হানিফ বেপারির ছেলে শামিম বেপারি (৪০)।
সে বর্তমানে গোলাপগঞ্জে লুকুচ মিয়ার বাসায় ভাড়া থাকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর রাতে উপজেলার বাঘা ইউনিয়নের বটরতল বাজারে ৪টি ও সোনাপুর বাজারে আরও ৪টি দোকানসহ ৮টি দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় ৮টি দোকানের সাঁটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে যায় চুরেরা। চুরি হওয়া নগদ টাকা ও মোবাইলের দাম আনুমানিক ২ লাখ ৫২ হাজার ৭শ টাকা বলে জানা যায়।
পরে একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে একজন চুরকে চিনতে পারেন ব্যবসায়ীরা। সে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের শ্রীবহর গ্রামের নাজমুল খানের ছেলে অলিউর রহমান (৪০)।
এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-০৬, তাং ১০/১০/২২ইং) দায়ের করেন কামরুল ইসলাম (৩৫) নামে এক ভুক্তভোগী ব্যবসায়ী। মামলার দায়েরের পর এজাহারে উল্লেখিত অলিউর রহমানকে (৪০) ওই দিন গ্রেপ্তার করে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় এ নিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি শামিম বেপারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।