সিলেটের গোলাপগঞ্জে দীর্ঘ ২৫ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় দেয়া হয়েছে উত্তর কানিশাইল জামটিকর জামে মসজিদের ইমাম আলহাজ্ব ক্বারী মো.আব্দুল কাদিরকে ৷
শুক্রবার (১৭ মে) জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে ইমাম আলহাজ্ব ক্বারী মো.আব্দুল কাদিরকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিভিন্ন উপহার সামগ্রী ও নগদ অর্থ তার হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, আলহাজ্ব ক্বারী মো.আব্দুল কাদিরের বাড়ি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামে। ২০০০ সালের শুরুতেই উত্তর কানিশাইল জামটিকর জামে মসজিদে ইমামতি শুরু করেন তিনি ৷ একটানা ২৫ বছর ইমামতি শেষে বার্ধক্যের কারণে তিনি অবসর নিয়েছেন।
বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে আলহাজ্ব ক্বারী মো.আব্দুল কাদির বলেন, জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি, তাদের এমন আয়োজনে আমি মুগ্ধ। ইমামতি করতে গিয়ে মানুষ হিসেবে ভুলভ্রান্তি হতে পারে এজন্য সকলের কাছে ক্ষমা চাইতেছি।
এসময় তিনি মৃত্যুর আগ পর্যন্ত যেন ইসলামের পথে অটুট থাকতে পারেন এজন্য সবার কাছে দোয়া চান।
মসজিদের মুতওল্লি তানভীর আহমদ চৌধুরী বলেন, দীর্ঘ ২৫ বছর আলহাজ্ব ক্বারী মো.আব্দুল কাদির আমাদের এলাকার মসজিদে ইমামতি করেছেন। তার কাছে ইসলাম শিক্ষা নিয়েছেন এই এলাকার সন্তানরা। একজন ইমাম হিসেবে তার যতটুকু সম্মান পাওয়ার সেটুকু আমরা দিতে পারিনি। তার অবসরে আমরা এলাকাবাসী ব্যতীত। তার সম্মানে আমরা ছোট পরিসরে সংবর্ধনার আয়োজন করেছি।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, ইউপি সদস্য সেলিম আহমদ, মসজিদের মুতওল্লি তানভীর আহমদ চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি শেখ মো.খছরুল ইসলাম, কাজী জয়নুল হক, শামসুদ্দোহা খোকন, শিহাব উদ্দিন, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন বাদশা, সুহেদুজ্জামান লিটন, হোসেন আহমদ কয়েস, ইসলাম উদ্দিন, ওয়ারিছ আলী, আলা উদ্দিন, নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, হেলাল উদ্দিন, কাইমুজ্জামান, আইয়ুব রহমান প্রমুখ।
সংবর্ধনা শেষে একটি প্রাইভেট কারে উঠিয়ে মোটরসাইকেল বহরের মাধ্যমে ইমামকে নিজ বাড়িতে পৌঁছে দেন এলাকাবাসীরা।