সিলেটের গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৬ সরকারি কর্মকর্তা এবং ৫ স্থানীয় প্রভাবশালীর নাম উল্লেখ করে জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়েছে।
সোমবার (১৩ জুন) গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের মো. ইসনাদ হোসেন রাজীব বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং আইনে সিলেটের স্পেশাল ট্রাইব্যুনাল বরাবরে মামলার আবেদন করেন।
আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে সিনিয়র স্পেশাল জজ মো. মশিউর রহমান মামলাটি আমলে নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার বাদিপক্ষের আইনজীবী সৈয়দ মহসিন আহমদ।
তিনি জানান, বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে বাদির হলফি জবানবন্দী গ্রহণের পর পরবর্তী আদেশের জন্য রাখেন।
মামলার আসামিরা হলেন- গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, পুলিশের উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর, এসআই মো. জহির মিয়া, ভূমি অফিসের তহশিলদার প্রনব কান্তি দাস, উপজেলার চারগ্রাম এলাকার ললনী দাসের ছেলে সুবাস দাস, লেঙ্গুড়া গ্রামের আব্দুল হকের ছেলে গোলাম কিবরিয়া রাসেল, একই গ্রামের আব্দুল হকের ছেলে গোলাম সারোয়ার, মৃত ইরফান আলীর ছেলে মুজিবুর রহমান ও উপজেলার বাউরভাগ হাওর গ্রামের জালাল মিয়ার ছেলে আব্দুর রউফ কালু।