গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষি বিষয়ক প্রযুক্তি’ শিরোনামে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উদ্ভাবক হিসেবে স্বীকৃতি পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আমাতুল জামিল ইফা ও ফাতিন মোবাররাত অলিক।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ডিসেম্বরে ইনোভেশন ও ই-গভার্নেন্স টিম, কৃষি বিষয়ক উদ্ভাবনী ধারনা আহ্বান করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রাথমিক ভাবে নির্বাচিত ১৫টি আইডিয়া থেকে সেরা ৬টি দলের আইডিয়া গতকাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে উপস্থাপিত হয়। এর মধ্যে কৃষি অনুষদের শিক্ষার্থী আমাতুল জামিল ইফা ও ফাতিন মোবাররাত অলিকের আইডিয়া ‘ওয়েস্ট রিসাইকলার’ শ্রেষ্ঠ উদ্ভাবন হিসেবে স্বীকৃতি পায়।

গৃহস্থলীর আবর্জনা থেকে শুরু করে রাস্তাঘাট ও দোকানপাটের বর্জ্য সংগ্রহ করে সেগুলোকে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার বানিয়ে কৃষকের কাছে পৌছে দেয়ার একটি প্রযুক্তি তারা উদ্ভাবন করেছে।

অন্যান্য পাঁচটি সেরা আইডিয়া হচ্ছে মো. রাজিবুল ইসলাম, আকিমুন হাসান রাফি ও ফরিদুল ইসলাম উদ্ভাবিত “ইআরপি মোবাইল এপ্লিকেশন ব্যবহার করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম উন্নতকরণ”, মোমিনুল হক সিফাত ও তার দলের উদ্ভাবিত “এগ্রি মার্কেট প্লেস বাংলাদেশ ওয়েবসাইট”, আব্দুল্লাহ আল মামুন ও তার দলের উদ্ভাবিত “নিয়ারবাই এগ্রিএক্সপার্ট ফাইন্ডিং অ্যাপ”, বিল্লাল হোসাইন ও সব্যসাচী নিলয় উদ্ভাবিত “টেকসই খাদ্য উৎপাদনের জন্য স্মার্ট সৌরচালিত অ্যাকোয়াপনিক্স সিস্টেম” এবং রাকিবুল আলীম স্মরণ উদ্ভাবিত “স্মার্ট ডাইনিং ম্যানেজমেন্ট সিস্টেম: ইউনিডাইন”।

উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে অনুষ্ঠিত “ইনোভেশন শোকেসিং” কর্মশালায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে আমাতুল জামিল ইফা ও ফাতিন মোবাররাত অলিক উদ্ভাবিত “ওয়েস্ট রিসাইকলার”।

সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা জানান, প্রতিটি আইডিয়া আমাদের পছন্দ হয়েছে। বিভিন্ন মন্ত্রনালয়সহ অনেক দেশী বিদেশী প্রতিষ্ঠান যারা উদ্ভাবনী ধারনা নিয়ে কাজ করেন, আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবিত আইডিয়াগুলো আমরা সেখানে পাঠাবো।

তিনি সিকৃবির শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘যারা প্রকৃত মেধাবী শত প্রতিকূলতাও তাদের ঠেকিয়ে রাখতে পারে না। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার উন্নয়নে সিকৃবি প্রশাসন কাজ করে যাচ্ছে। যেকোন শিক্ষার্থীর বুদ্ধিভিত্তিক উন্নয়নে এবং ভালো কাজে উৎসাহ প্রদান করতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’