গুলি চালিয়ে চালিয়ে ক্ষমতায় ঠিকে থাকা যাবে না : ডা. জাহিদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই জনগণের গণতান্ত্রিক আন্দোলনেও তারা হামলা করে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিছিল মিটিংয়ে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে। কিন্তু গুলি চালিয়ে চালিয়ে ক্ষমতায় ঠিকে থাকা যাবে না।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর নবাব রোডস্থ আজাদ কমিউনিটি সেন্টার ১২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাব্বির আহমদ বাচ্চুর সভাপতিত্বে মারুফ আহমদ টিপু ও আদনান ইসলাম তামিম যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০,১১ ও ১২ নং ওয়ারর্ডের টিমের সদস্য মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী।

সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আওয়ামী লীগ দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই এই সরকারকে লাগাতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ১২ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তোহেল, বিএনপি নেতা বেলাল আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মির্জা আমির হামজা রামিম, কামরান হোসেন হেলাল, আজিজুল হক আরজু, আব্দুর রহিম, আমিনুল হক তুহিন, আশিকুর রহমান তারেক প্রমুখ।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহনগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিব, আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, আক্তার রশিদ চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, মতিউল বারী চৌধুরী খোরশেদ, সৈয়দ সাফেক মাহবুব, মাহবুব চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী প্রমুখ।

উল্লেখ্য, এটি মহানগর বিএনপির প্রথম ওয়ার্ড সম্মেলন। ১ অক্টোবর বিকেল ৩টায় নগরীর কলাপাড়া ঈদগাহ মাঠে ১০ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সকল ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য যেসকল ওয়ার্ডে এখনো ইউনিট (পাড়া) কমিটি গঠন সম্পন্ন হয়নি তা দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।