বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট-জকিগঞ্জ সড়ক। পুরো সড়কজুড়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গর্তে গাড়ি আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
শনিবার (২৩ জুলাই) সন্ধ্যার পর থেকে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী নামক স্থানে ট্রাক-বাস গর্তে আটকা পড়ে। যে কারণে সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ৩টি বড় ট্রাক ও একটি বাস গোলাপগঞ্জের চৌঘরী নামকস্থানে বিশাল গর্তে আটকা পড়ে। বাস গর্ত থেকে উঠলেও ট্রাকগুলো গর্তে আটকা পড়ে। এদিকে এলোমেলোভাবে সড়কে গাড়ি থাকায় দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৩ ঘন্টা থেকে মানুষ ভোগান্তিতে পড়েছেন।
রাসেল আহমদ নামে এক যাত্রী বলেন- ‘পুরো সড়ক জুড়ে ভাঙা। যার কারণে প্রতিনিয়ত ছোট-বড় গাড়ি গর্তে পড়ে যায়। ২ ঘন্টা থেকে যানযটে আটকা আছি।’
ফাহিম আহমদ নামে এক ট্রাক চালক বলেন- ‘৩ ঘন্টার উপরে যানজটে আটকে আছি। কখন যে এখান থাকি পার হবো জানা নাই। এদিকে ক্ষুধার জ্বালায় খুবই কষ্ট হচ্ছে।’
এদিকে বন্যার পর থেকে সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী নামক স্থানে প্রায় গর্তে দেবে যাচ্ছে ট্রাক ও অন্যান্য যাত্রী পরিবহণ। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী সাধারণকে। এমন বাস্তবতায় সংশ্লিষ্টদের কাছে রাস্তাটি দ্রুত সংস্কার করে স্বাভাবিক চলাচলের উপযোগী করে তোলার দাবী ভুক্তভোগীদের।