সিলেটে হরিজন কলোনিতে মাদক ব্যবসায়ীদের হামলা, আহত ১০

সিলেটে হরিজন সম্প্রদায়ের উপর হামলা ও তাদের মন্দির ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা রেলওয়ের হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রাজু লাল বলেন, ‘আমরা একটি সামাজিক অনুষ্ঠান নিয়ে আলোচনায় ছিলাম। হঠাৎ খবর পেয়ে আমরা ছুটে গিয়ে দেখি আমাদের সন্তান বাদশাকে হামলা করছে মাদক ব্যবসায়ীরা। পরে আমাদের মন্দিরে হামলা চালায় তারা। হামলায় ১০ আহত হয়েছেন।

আহত বাদশা জানান, ‘আমি দাঁড়ানো অবস্থায় আশিক আহমদ, সামছুদ্দিন ও দেলোয়ারের নেতৃত্বে আমার উপর হামলা চালায় এ মাদক ব্যবসায়ীরা।’

তিনি আরো বলেন, ‘তারা এলাকায় মাদক ব্যবসা, জোয়ার ব্যবসা করে। আমাদের নিরপত্তা নাই। আমার নিরপত্তা চাই।’

গুরুতর আহতরা হলেন, প্রদীপ লালের ছেলে নান্টু লাল (৩৩), তুফান লালের ছেলে জমিন লাল (৩০), প্রেম লালের ছেলে বাদশা লাল (১৮), বাদল লালের ছেলে বাঁধন লাল (১৮), রাজু লালের ছেলে সঞ্জু লাল দাস (১৬), সেলিম লালের মেয়ে মাধবী রানী (৪০), সাজন বাবুর ছেলে রাজন বাবু (৩৬) সহ আরো কয়েকজন।

এই ঘটনায় হরিজন কলোনির বেশ কয়েকটি বাসা বাড়ি ও কালী মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন > ওসমানী হাসপাতালে ঘুষের ৬ লাখ টাকাসহ দুই ‘ব্রাদার’ আটক

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, দক্ষিণ থানার ওসি ইয়ারদৌস হাসান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে ওসমানী হাসপাতালে এসেছি। এই ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি।’

হরিজন সম্প্রদায়ের ব্যক্তিরা জানান, স্থানীয় মাদক ও তীর খেলায় জড়িত ব্যবসায়ীরা তাদের উপর অতর্কিত হামলা করেছে।