গভীর শ্রদ্ধা ও ফুলেল ভালোবাসায় প্যারিসে অমর একুশ উদযাপন

গভীর শ্রদ্ধা ও ফুলেল ভালোবাসায় প্যারিসে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে নির্মিত স্থায়ী শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে শহীদ দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়।

আয়োজক সংগঠন এসোসিয়েশন ছিকোয়নো বাঙালির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার, সেইন্ট ডেনিস সিটি মেয়রের প্রতিনিধি ড্যানিয়েলা গ্লিবেখ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, অ্যাসোসিয়েশন ছিকানো বাঙ্গালীর প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ ইনু, সভাপতি সরুফ ছদিওল, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী হোসেন, একুশ উদযাপন পরিষদের আহবায়ক শুভ্রত ভট্টাচার্য শুভ ও সদস্য সচিব এমদাদুল হক স্বপন প্রমুখ।

আনুষ্ঠানিকতা শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এসোসিয়েশন ছিকোয়নো বাঙালি, একুশ উদযাপন পরিষদ ফ্রান্স, ফ্রান্স আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা, ওয়ার্ল্ড বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্টী, ফ্রান্স সংসদ, ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার, স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্স, বরিশাল বিভাগীয় সমিতি ফ্রান্স, দোহার নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন, নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্স, দোহার নবাবগঞ্জ এসোসিয়েশন, বাংলাদেশ এসোসিয়েশন, ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্স, যুব ইউনিয়ন ফ্রান্স, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, জকিগঞ্জ পরিষদ ফ্রান্স, সুন্দরবন কল্যাণ সমিতি, খুলনা বিভাগ অ্যাসোসিয়েশন, ঘাতক দালাল লিমু কমিটি, ওয়ার্ল্ড ফেডারেশন অফ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংঘটনের নেতৃবৃন্দ শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া শহিদমিনার প্রাঙ্গণে ‘ভাষা আন্দোলন ও শহিদ মিনার’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলা অনুষ্ঠিত হয়।