হলিউড অভিনেত্রী রাকেল ওয়েলচ মারা গেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাকেল ওয়েলচের ব্যক্তিগত সহকারী এএফপিকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। এ বিবৃতিতে বিস্তারিত উল্লেখ করেননি। কারণ হিসেবে শুধু ‘শারীরিক অসুস্থতার’ কথা জানিয়েছেন। খবর আল জাজিরার।
১৯৬৬ সালের ‘ওয়ান মিলিয়ন ইয়ারস বিসি’ চলচ্চিত্রে বিকিনি-পরা গুহা নারীর চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছিলেন। ১৯৭৪ সালে ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এ অসাধারণ অভিনয়ের জন্য সেরা মোশন পিকচার অভিনেত্রী হিসেবে তিনি গোল্ডেন ‘গ্লোব অ্যাওয়ার্ড জিতেন’। ‘রাইট টু ডাই’-এ অভিনয়ের জন্য ১৯৮৭ সালে তিনি আবারও মনোনয়ন পান। হলিউডের আধুনিক কালের নায়িকা নির্ভর অ্যাকশনধর্মী চলচ্চিত্রের জন্য এই আমেরিকান অভিনেত্রীকে কৃতিত্ব দেওয়া হয়।
এ ছাড়া ১৯৬০ এর দশকে আন্তর্জাতিকভাবে আবেদনময়ী নারীর প্রতীকে পরিণত হন তিনি। বিখ্যাত ম্যাগাজিন ‘প্লেবয়’ তাদের ‘বিংশ শতাব্দীর’ ১০০ আবেদনময়ীর তালিকায় ওয়েলচকে ৩ নম্বর স্থানে রেখেছিলেন।
১৯৪০ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন রাকেল। ষাটের দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ৩০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।