খুলনায় গণপরিবহন বন্ধ: আনুষ্ঠানিকভাবে জানেন না বিআরটিএ চেয়ারম্যান

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন থেকে গণপরিবহন চলাচল বন্ধের বিষয়ে ‘আনুষ্ঠানিকভাবে’ কিছু জানেন না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

তিনি বলেন, মালিক শ্রমিকেরা যে ধর্মঘট করে, তারা তো আমাদের বলে-কয়ে করে না। কখন করে না করে সেটা তো আমি জানি না। এই ধরনের কোনো বিষয় যখন আমাদের নজরে আসে, তখন আমরা ব্যবস্থা নিই।

যেখানেই সরকারবিরোধী রাজনৈতিক দল সমাবেশের ডাক দিচ্ছে, সেখানেই গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে। এক্ষেত্রে কী বিআরটিএর কোনো ভূমিকা নেই?

এমন প্রশ্নে বিআরটিএ চেয়ারম্যান, আপনার প্রশ্নটা কি এখানে প্রাসঙ্গিক?

জবাবে প্রশ্নকারী সাংবাদিক বলেন, অবশ্যই, গণপরিবহন সচল রাখা আপনাদের দায়িত্ব। মালিকারা ইচ্ছে করলেই তো এমন করতে পারে না।

বিআরটিএর চেয়ারম্যান তখন বলেন, অফিসিয়ালি আমরা এ বিষয়ে কিছু জানি না। কেননা কেউ এ বিষয়ে কোনো দাবি-দাওয়া আমাদের কাছে প্লেস করে নাই বা অভিযোগ দেয়নি। আমরা এ ব্যাপারে জানি না।

উল্লেখ্য, খুলনা শহরের সোনালী ব্যাংক চত্বরে শনিবার বিভাগীয় গণসমাবেশ করার ঘোষণা রয়েছে বিএনপির। এই কর্মসূচি ঘিরে শুক্রবার সকাল থেকে আন্তঃজেলা বাস বন্ধ রেখেছেন খুলনার বাস মালিক-শ্রমিকরা। শনিবারও তাদের ‘ধর্মঘট’ চলবে।