খাদ্যসামগ্রী ও নগদ টাকা পেল ৩ হাজার পরিবার

ঈদের ২য় দিনে সিলেটের তিন হাজার পরিবারের মাঝে সৌদি প্রবাসী চার ভাইয়ের উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) নগরীর পাঠানটুলা আল-সাফা এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৌদি প্রবাসী চার ভাইয়ের পক্ষ থেকে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, মাংস ও নগদ অর্থ বিতরণ করা হয়।

গ্লোন্ডেন ড্রিম ফাউন্ডেশনের চেয়ারম্যান সামছুল ইসলাম সামনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সৌদি প্রবাসী মো. শাহীন মিয়া, মো. রাসেল চৌধুরী, ব্যবসায়ী তৌফিকুল আলম বাবলু, মো. কামরুজ্জামান ভুট্টু, প্রবাসী চন্দ্রজিৎ কুমার ঘোষ, মোহাম্মদ সাদিক মিয়া, ব্যবসায়ী নন্দলাল গোপ ও এমদাদ গাজী।

প্রধান অতিথির বক্তব্যে আজবাহার আলী শেখ বলেন, সৌদি প্রবাসী চার ভাই আজ ৩ হাজার পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন যা সত্যি প্রশংসার দাবিদার। তারা করোনা মহামারির মাঝেও বিভিন্ন পরিবারকে নিরবে সাহায্য করেছেন। তাদের এ কার্যক্রমকে সাধুবাদ জানাই।