ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়াকে সিসিকের সংবর্ধনা

লন্ডন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ-কে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরভবনে তাকে সংবর্ধনা প্রদান করেন।

যুক্তরাজ্যে বাংলাদেশিদের সাফল্যের গল্পে নতুন উপাখ্যান যুক্ত করা নাদিয়া আজ রোববার সকালে নগরভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় আরিফুল হক চৌধুরী তাকে সংবর্ধনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি, সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে কাউন্সিলের সর্বোচ্চ পদ হলো মেয়র। নাদিয়া শাহ ক্যামডেন কাউন্সিলে বাংলাদেশি সংশোদ্ভূত প্রথম নারী মেয়র হন। তিনি ছিলেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী মেয়রও। বর্তমানে তিনি ওই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। নাদিয়ার পৈর্তৃক বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়।