কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির অভিষেক ও কর্মশালা

সিলেটের কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি’র নব-গঠিত ২০২২-২৪ ইং সনের কার্যকরি কমিটির অভিষেক ও দক্ষতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. শরিফ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।

অনুষ্ঠানে নব-গঠিত কমিটির সদস্যদের উপহার সরুপ ক্রেস্ট ও দক্ষতা বৃদ্ধি কর্মশালায় অংশগ্রহণকারী ফটোগ্রাফাদের সনদ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী, ২নং পূব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ৪নং ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি কর্মশালায় ফটোগ্রাফির উপর বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, দ্যা ডেইলি স্টার পত্রিকার ফটো সাংবাদিক শেখ নাসির, প্রথম আলোর ফটো সাংবাদিক প্রশিক্ষক আনিস মাহমুদ, সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক এইচএম শহিদুল ইসলাম, সিলেট ফটোগ্রাফি সোসাইটির সভাপতি ফরিদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, কোম্পানীগঞ্জের সিনিয়র সাংবাদিক আবিদুর রহমান ও শের তারিকুল ইসলাম, বিআরডিবির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখর উদ্দিন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি সহ-সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন মিন্নত, রবিউল হাসান, অর্থ সম্পাদক আক্তার হোসেন রাফি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফটোগ্রাফি একটি মহান পেশা। ফটোগ্রাফারদের একটি ক্লিক করতে কয়েক সেকেন্ড সময় লাগলেও একটি ক্লিকের ছবি যুগের পর যুগ আমাদের অতীতকে স্মৃতি চারণ করে এবং জীবনের বিশেষ মুহূর্তের ইতিহাস ধরে রাখে।

ফটোগ্রাফারদের সততা ও দক্ষতার সাথে ফটোগ্রাফি করার অনুরোধ জানিয়ে বক্তরা আরও বলেন, পর্যটন কেন্দ্র দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ মানুষ ভ্রমণে আসে। কম-বেশি সকল ভ্রমণ পিপাসুরা ফটোগ্রাফাদের মাধ্যমে ছবি তোলেন। ব্যক্তিগত এসব ছবি কখনো কখনো ফটোগ্রাফারেরা পর্যটকদের অনুমতি না নিয়ে নিজের কাছে সংরক্ষণ করে বিভিন্নভাবে হয়রানি করে থাকে। কোম্পানীগঞ্জে কখনো এ ধরনের ঘটনা না হলেও ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনায় না ঘটে সে দিকে সকলকে নজর রাখার প্রয়োজন বলে বক্তারা উল্লেখ করেন।