কোম্পানীগঞ্জে শাহীন হত্যা: প্রধান আসামী হবিগঞ্জ থেকে গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের ব্যবসায়ী শাহীন আহমদ হত্যা মামলার প্রধান আসামী মরম আলীকে (২৬) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

আজ রোববার (২১ এপ্রিল) ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মরম আলী কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাঁও (পূর্বপাড়া) গ্রামের মৃত জমির আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ঈদের দিন রাত পৌনে ৮টায় উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমেদ। তিনি ওই গ্রামের আলমাছ আলীর পুত্র।

এ ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ১০ জনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা করেন।

মামলায় নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামাল মিয়াসহ ১০জনকে আসামি করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই আসামীদের ধরতে থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছিল। হত্যা মামলার অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।