সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর চুরির দায়ে পাথরসহ ৪টি বারকি নৌকা আটক করেছে করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত আড়াইটায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই মাহফুজুর রহমান ও মোখলেছুর রহমান অভিযান চালিয়ে রেলওয়ে বাংকার (শিমুলতলা) নামক স্থান থেকে পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই ৪টি বারকি নৌকাকে আটক করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাথর চোরেরা পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে কোম্পানীগঞ্জে বন্ধ রয়েছে পাথর উত্তোলন। ভোলাগঞ্জ ধলাই নদী ও সাদা পাথর এলাকা থেকে সরকার নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে পাথর চুরি করতে না পারে সেই জন্য প্রতিদিন রাত ও দিনে ভোলাগঞ্জ ফাঁড়ি পুলিশ সদস্যরা ধলাই নদীতে দায়িত্ব পালন করছে। এ অবস্থায় ধলাই নদীতে দায়িত্বরত অবস্থায় পাথর চুরির সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা বাংকার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭০ গণফুট ছোট-বড় বিভিন্ন সাইজের পাথরসহ চারটি নৌকা জব্দ করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু শ্রমিক রাতে আঁধারে প্রায় সময় পাথর চুরি করার চেষ্টা করে, কিন্তু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা সারা রাত ভোলাগঞ্জ ১০ নম্বর ও ধলাই নদীতে ডিউটি করায় পাথর চুরি করতে পারে না। পাথর চুরি বন্ধ করতে পুলিশ দিন রাত সর্বোচ্চ দায়িত্বশীলভাবে কাজ করছে এবং তা অব্যাহত থাকবে।