কোম্পানীগঞ্জে দলের সমালোচনায় আ.লীগ নেতা, ভিডিও ভাইরাল

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন গত মঙ্গলবার সকালে তার ফেসবুক আইডিতে লাইভে এসে ধলাই নদীতে অবৈধ লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবী জানান। এসময় তিনি আওয়ামী লীগকে ‘অবৈধ সরকার’ বলে উল্লেখ করেন।

মুল্লুক হোসেন বলেন, ‘এই দেখুন লিস্টার মেশিন দিয়ে অবৈধ সরকারের অবৈধ মেশিন দিয়ে হাজার হাজার ফুট বালু তোলা হচ্ছে।’

বুধবার সকালে প্রচার হওয়া ৩ মিনিট ৫০ সেকেন্ডের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। তার এই এই বক্তব্য নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি ফেসবুক লাইভটি নিজের প্রোফাইল থেকে সরিয়ে ফেলেছেন।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুল্লুক হোসেনের পদত্যাগ দাবী করছেন।

লাইভ করা ওই ভিডিওতে মুল্লুক হোসেনকে বলতে শোনা গেছে, ‘স্থানীয় প্রশাসন যদি বালু উত্তোলন বন্ধ না করে তাহলে এখানে খুনখারাপির ঘটনা ঘটবে, এতে আমাদের কোন দায়বদ্ধতা থাকবে ইনশাআল্লাহ।’

তিনি স্থানীয় সাংসদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং ডিসি-এসপিকে আহ্বান করে বলেন, ‘আপনেরা দয়া করে ধলাই নদীর লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা দেন।’

এসময় তিনি কয়েকটি স্টিল বডি (বালুবাহী মাঝারি নৌকা) দেখিয়ে বলেন, ‘আমাদের বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম সাব নৌকা লাগিয়ে বালু তুলতেছে।’

তিনি আরও বলেন, ‘লিজ বহির্ভূত জায়গায় থেকে বালু উত্তোলন বন্ধ করতে ইউএনও এবং এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) সাব আইসা নিষেধ বাঁধা দিয়ে যাওয়ার পরও অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আইনের তোয়াক্কা না করে লিজ বহির্ভূত জায়গায় থেকে বালু তুলে ঢালারপাড়, দক্ষিন ঢালারপাড়, মোস্তফানগর, মেঘারগাঁও গ্রাম ও এসব এলাকার বিভিন্ন স্থাপনা ধ্বংস করে বালু উত্তোলন করে যাচ্ছে। আমরা জানি এসব জায়গা রেকর্ডিও কিন্তু এই জায়গাগুলো কিভাবে লিজ দেওয়া হয়েছে আমাদের জানা নাই!’

ভিডিওতে সর্বশেষ তিনি বলেন, ‘আমি মুরব্বি মানুষ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। আমার অনুরোধ বালু উত্তোলন বন্ধ করার।’

মুল্লুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেট ভয়েসকে বলেন, ‘আমি ফেসবুক সম্পর্ক একটু কম বুঝি বলে আমি অন্যদের সহযোগিতা নিয়ে মোবাইল চালাই। লাইভে অবৈধ লিস্টার মেশিন ও অবৈধভাবে বালু উত্তোলন শব্দ বলতে গিয়ে অবৈধ সরকারের অবৈধ মেশিন মেশিন বলে ফেলছি। এজন্য আমি দুঃখিত।’

আর একটি ভিডিওতে যুবলীগ নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগালির করার বিষয়ে তিনি বলেন, ‘এটি কয়েক বছর আগের ভিডিও পুরাতন ভিডিও তারা ফেসবুকে ছেড়ে আমার সুনাম নষ্ট করছে।’

এ ব্যপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া জানান, ‘মুল্লুক হোসেনের ভিডিও দেখিছি। ভিডিওতে তিনি কিছু কথা উল্টাপাল্টা বলেছেন কিন্তু মুল্লুক হোসেন আমাকে জানিয়েছেন এগুলো পুরাতন ভিডিও। তারপরও আমরা উপজেলা আওয়ামী লীগের কমিটি বসে এ বিষয়ে আলোচনা করে জবাবদিহিতা করবো।’

এসময় পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, ‘মুল্লুক হোসেন সাহেব উনার নিজস্ব ফেসবুক আইডিতে লাইভ করে অবৈধ সরকারের অবৈধ মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ দাবী জানিয়েছে। কিন্তু গত নির্বাচনে মুল্লুক হোসেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্য মানুষের নৌকা দেখিয়ে আমি বালু উত্তোলন করছি দাবী করে আমার মানহানি করেছেন।’

ধলাই নদীর দক্ষিন বালু মহাল ইজারাদার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করি না। তবে স্থানীয়রা তাদের নিজদের জায়গা থেকে যদি ৫ টাকা ফুটে বালু বিক্রয় করে এই দায়বদ্ধতা ইজারাদারের কেন হবে। যারা নিজেদের রেকর্ডিও জায়গা বিক্রয় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’