কোম্পানীগঞ্জে আনজুমানের ফুডপ্যাক বিতরণ

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, বন্যায় বৃহত্তর সিলেট অঞ্চলের ক্ষয়-ক্ষতির পরিমাণ বিশাল। এ অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টকর। এক্ষেত্রে সামর্থবানরা এগিয়ে এলে বন্যায় ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও আশার আলো দেখতে পারবে। সামর্থ অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এগিয়ে আসুন। এতে ভ্রাতৃত্ববোধের সামাজিক বন্ধন আরও সুদূঢ় হবে।

মঙ্গলবার (২৮ জুন) আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের বুড়িডহরে বন্যার্তদের মাঝে ফুডপ্যাক বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের প্রচার ও আইটি সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, আনজুমানের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, সমাজসেবা সম্পাদক ইফতেখার আহমদ, মাওলানা আসাদুর রহমান, মাওলানা ফয়জুর রহমান, আজমান আলী, মাওলানা সালেহ আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।