কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ট্রাক্টরচাপায় আহত ১

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন করার সময় ট্রাক্টরের নিচে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) উপজেলার শাহ আরেফিন টিলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক উপজেলার পাড়ুয়া (উজানপাড়া) গ্রামের মুছা মিয়ার ছেলে রুবেল আহমেদ (২০)। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনি সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে শাহ আরেফিন টিলার মাজারের গর্ত থেকে পাথর উত্তোলন করার সময় ট্রাক্টর উল্টে যায়। এসময় ট্রাক্টর লোডের কাজে নিয়োজিত শ্রমিক রুবেল আহমেদ ট্রাক্টরের নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

আহতের বড় ভাই বুলু মিয়া জানিয়েছেন, ‘শাহ আরেফিন টিলায় গাড়ির নিচে চাপা পড়ার কারণে তার ফুসফুস পেছনের দিকে চলে যায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তড়িঘড়ি করে তার অপারেশন করেন।’

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘পাথরবাহী গাড়ি উল্টে পড়ার দূর্ঘটনায় এক শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তিনি বলেন- অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করতে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারপরও অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব হচ্ছে না।’ এসময় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।