সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে ৬০ কেজি ওজনের একটি মহাবিপন্ন ও শিকার নিষিদ্ধ বাঘাইড় মাছ ধরেছেন এক জেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাছটি ধরার পর রাতে জগন্নাথপুর বাজারে নিয়ে আসা হলে এক প্রবাসী মাছটি ১ লাখ ৩০ হাজার টাকায় কিনে নেন।
বাঘাইড় মাছ স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় হলেও এ মাছ ‘মহাবিপন্ন’ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ২ নং তপশিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী।
মহাবিপন্ন এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন কিংবা দখল আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
আইনানুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। তবে আইনের তোয়াক্কা না করেই সিলেট বিভাগে প্রকাশ্যে চলে বাঘাইড় শিকার ও কেনাবেচা।
জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদী থেকে মাছটি ধরেন মৌলভীবাজারের শেরপুর এলাকার জেলে আবরুজ মিয়া।
মাছটি প্রথমে রানীগঞ্জ বাজারে এনে ১ লাখ ২০ হাজার টাকা দাম হাঁকেন তিনি। চাহিদা অনুযায়ী দাম না পেয়ে রাতে জগন্নাথপুর বাজারে নিয়ে আসেন। এখানে এক প্রবাসী মাছটি কিনেন নেন।
আবরুজ মিয়া বলেন, ‘নদীতে এখন পানি তুলনামুলক কম থাকায় বড় মাছগুলো খাদ্যের সন্ধানে নদীর কিনারায় আসছে যে কারণে জালে বড়মাছ ধরা পড়ছে।’