এক যুগ ধরে দুটিসহ মৌলভীবাজারের কুলাউড়ার বন্ধ থাকা রেলস্টেশনগুলো চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এপ্রিলে এসব রেলস্টেশন চালু হতে পারে বলে জানা গেছে।
এগুলোর মধ্যে সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ার টিলাগাঁও ও ভাটেরা স্টেশন ২০০৯ সাল থেকে বন্ধ। আর লংলা স্টেশন সাত মাস ধরে বন্ধ রয়েছে।
গত ৩ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) মো. সিরাজ জান্নাত স্বাক্ষরিত চিঠিতে বন্ধ থাকা রেলস্টেশন চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন কুলাউড়া রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসাইন।
ওই চিঠিতে বলা হয়, বন্ধ স্টেশনগুলো চালুর জন্য এর মধ্যে রেলওয়েতে গার্ড, স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান নিয়োগ দেওয়া হয়েছে, তাদের প্রশিক্ষণ চলছে।
উপ-সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসাইন বলেন, সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ায় জনবলসংকট দেখিয়ে ২০০৯ সালে ভাটেরা ও টিলাগাঁও স্টেশনটি বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। আর লংলা রেলস্টেশনটিও লোকবল সংকটের কারণে এক দশক ধরে বেশ কয়েকবার বন্ধ থাকার পর সর্বশেষ সাত মাস ধরে বন্ধ রয়েছে। স্টেশনের অবকাঠামো সংস্কারকাজের প্রক্রিয়া শুরু করেছি।