টানা তৃতীয় জয়ের লক্ষ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে নেমেছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।
আজ সোমবার (৯ জানুয়ারি) বেলা ১টা ৩০ মিনিটে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
একদিনের বিরতিতে যাওয়ার আগে বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে উড়ন্ত অবস্থায় রয়েছে সিলেট। আজ হ্যাটট্রিক জয়ের লক্ষ্যেই মাঠে নামবে সিলেট। আগের ম্যাচেই বরিশালের বিপক্ষে নিয়মিত অধিনায়ক মাশরাফির পরিবর্তে মুশফিকুর রহিম টস করতে নেমেছিলেন সিলেটের হয়ে। তবে আজ কুমিল্লার বিপক্ষে টস করতে নামেন দেশসেরা অধিনায়কখ্যাত মাশরাফি বিন মর্তুজা।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই হেরে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে মরিয়া হয়ে আছে ভিক্টোরিয়ান্সরাও।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মোহাম্মদ হারিস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), সৈকত আলি, লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড মালান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ নাবি, জাকের আলি, খুশদিল শাহ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ফজলহক ফারুকি।