শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্প্রতি ঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া হচ্ছে কারাগারে। গত মঙ্গলবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে বিশ্ববিদ্যালয় ও সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত সাহা কারাগারে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নাশকতা মামলায় গত ৮ অক্টোবর আশিকুর রহমান ও অমিত সাহাকে গ্রেপ্তার করে র্যাব। পরে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ আইনজীবীর মাধ্যমে আশিকুর রহমান ও অমিত সাহা পরীক্ষার রুটিনসহ জামিনের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে আদালত তাদের দুজনকে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে পরীক্ষা নেওয়ার জন্য আদালত থেকে আদেশ দেওয়া হয়। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। বৃহস্পতিবার অমিত সাহা একটি পরীক্ষা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে দুজন এসেছিলেন পরীক্ষা নেওয়ার জন্য।’
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশপত্র দপ্তরে আসে। এতে ওই দুজন নেতার পরীক্ষার ব্যবস্থা করার আদেশ দেওয়া হয়। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতি সাপেক্ষে তাদের পরীক্ষার ব্যবস্থা করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। পরিসংখ্যান ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগ থেকে দুজন করে পরিদর্শক পরীক্ষা গ্রহণের জন্য কারাগারে যাচ্ছেন। রুটিন অনুযায়ী কারাগারে গিয়ে তাঁদের পরীক্ষা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক মো. মাহবুব হোসেন বলেন, ‘আদালতের আদেশে ও উপাচার্যের অনুমতিতে দুই শিক্ষার্থীর পরীক্ষার গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।’