কমলগঞ্জে ৪টি কেন্দ্র, অংশ নিচ্ছে ৪ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী

মৌলভীবাজারের কমলগঞ্জের ৪টি পরীক্ষাকেন্দ্রের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪ হাজার ১৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে । আজ (বৃহস্পতিবার) থেকে ২০২২ সনের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর কমলগঞ্জে এসএসসি ও সমমানের মোট ৪ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১ হাজার ১৮৩ জন, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৭৩৪ জন, আদমপুরের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৮৯৬ জন ও মুন্সীবাজারের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায়। এছাড়া সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসায় এসএসসি সমমানের পরীক্ষায় ৩১২ জন ও কারিগরি শিক্ষায় ৩৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন জানান,সব মিলিয়ে এসএসসি ও সমানের কমলগঞ্জে মোট ৪ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজনে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিছুক্ষণের পরই শুরু পরিক্ষা আরম্ভ হবে ।