‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাক্তন অধ্যক্ষকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ রসময় মোহান্ত।
উপজেলা স্কাউট সম্পাদক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন ও সম্মিলিত শিক্ষক পরিষদ কমলগঞ্জের আহ্বায়ক লেখক-গবেষক আহমদ সিরাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল আহাদ, সম্মিলিত শিক্ষক পরিষদ কমলগঞ্জের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি গাজী সালাউদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিংহ প্রমুখ।
অনুষ্ঠান বিশিষ্ট শিক্ষাবিদ কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, সাহিত্যিক-গবেষক রসময় মোহান্তকে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।