কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

“মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে।

দিসবটি উপলক্ষে রবিবার (৩ মার্চ) দুপুরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্পে সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ জামিল আহমেদ এর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃসাইফুল আলম,লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ সিদ্দেক আলী, প্রতিবেশ প্রকল্পের (উত্তর-পূর্বাঞ্চল) মাঠ পরিচালক মাজহারুল ইসলাম জাহাঙ্গীর।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, মো. শামসুল ইসলাম, জনক দেব বর্মা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বীর এলাহী, সাংবাদিক এম এ হামিদ, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খাঁন, সোহেল শেয়াম প্রমূখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.শহিদুল ইসলাম।

এসময় বক্তারা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সকল শ্রেণী পেসার মানুষের সহযোগিতা কামনা করেন।

সভায় বন বিভাগের বিভন্ন পর্যায়ের কর্মকর্তা, সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিজির সদস্য, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।