সিলেটের ওসমানীনগরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় আলহাজ্ব মিনা বেগম নুরানীয় মহিলা মাদরাসার সেমিনার হলে দিনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অংশগ্রহন করেন উপজেলার মাদরাসা-স্কুলের শিক্ষাথীরা। প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলার ফিল্ড সুপার ভাইজার ইসমাইল আলীর সভাপতিত্বে ও মডেল কেয়ার টেকার কাজী খলিলুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়াম্যান শামীম আহমদ ভিপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, তাজপুর ইউনিয়নের কাজী মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি শামীম আহমদ ভিপি তার বক্তব্যে বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে আলেমগণের ভূমিকা বিশেষ অবদান রাখছে। আলেমগণের কথা সমাজের মানুষ সহজে বিশ্বাস করে। তাই ইসলামের সুমহান বাণী সঠিকভাবে উপস্থাপন করুন। আপনাদের একটি ভুল তত্ত্বের কারণে সমাজ ও ধর্মের বিশাল ক্ষতি হবে। তাই ইসলাম প্রচারের ব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে।
উপস্থিত ছিলেন, উপজেলা ইফার সাধারণ কেয়ার টেকার সৈয়দ শামসুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মশকুর আহমদ, শেখ নুর উদ্দিন, মাওলানা আবু বকর, মাওলানা মিজানুর রহমান, মাওলানা এমদাদুর রহমান, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফিজ শাহজাহান, মাওলানা আব্দুল আলীম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফয়জুল করীম প্রমুখ।