ওসমানীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভূমি) জনাব শাহানাজ পারভীন। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা জনাব শাহরিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জনাব মো:মুনায়েম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব আহমেদ, উপজেলা প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারেসাত আল আমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়তি দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা।

এর আগে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার বুরুঙ্গা গণকবরে পুস্পস্তবক অর্পন করা হয়।