ওসমানীনগরে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত, ৮ চালককে জরিমানা

সিলেটের ওসমানীনগরে গাড়ির ফিটনেস ও বৈধ কাগজপত্র না থাকার অপরাধে ৮টি গাড়ির চালকের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়।

এসময় তার সাথে ছিলেন সিলেটের বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী। এছাড়াও শেরপুর হাইওয়ে ও ওসমানীনগর থানা পুলিশ আদালত পরচালনায় সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা বেগম বলেন, ‘গাড়ির ফিটনেস, গাড়ির বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স  না থাকায় ৮টি গাড়ি থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঈদে যাতে মানুষ কোন ধরণের হয়রানির শিকার না হয় এজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’