ওসমানীনগরে দোকান থেকে ৩৭ লাখ টাকার মোবাইলফোন চুরি

সিলেটের ওসমানীনগরে দোকানের তালা কেটে দু’টি দোকান থেকে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের তিন শতাধিক স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গোয়ালাবাজারের ‘আল হাসান’ মার্কেটের ফাইমা টেলিকম ও আয়ান মোবাইল সপে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ, স্থানীয় চেয়ারম্যান এবং বাজার কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, আল হাসান মার্কেটের নিচ তলার অনেকগুলো দোকানের তালা কেটে ফেলে চোরেরা। এরমধ্যে ফাইমা টেলিকম ও আয়ান মোবাইল সপের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয় তারা। দোকান দুটিতে রাখা স্যামসাং, অপো, ভিভোসহ ভিবিন্ন ব্রান্ডের নতুন পুরাতন তিন শতাধিক স্মার্টফোনসহ মোবাইল এক্সসরিজ চুরি করে নিয়ে যায় চক্রটি। চুরি হওয়া মালামালের মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়িরা। এমন দুধর্ষ চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় জনগন ও ব্যবসায়িরা। তাছাড়া মার্কেটের উপরেই রয়েছে উত্তরা ব্যাংকের শাখা। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এ ঘটনায় ফাইমা টেলিকমের সত্ত্বাধিকারী সুন্দর মিয়া বলেন, ‘চুরির ঘটনা আমাকে নিঃস্ব করে দিয়েছে। দোকান থেকে নগদ টাকাসহ ৮৯টি বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোনসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।’

আয়ান মোবাইল সপের সত্ত্বাধিকারী জুনেদ মিয়া রিবু বলেন, ‘দোকানে বিভিন্ন ব্রান্ডের দুই শতাধিক নতুন-পুরাতন স্মার্টফোন চুরি করে নিয়ে গেছে চোরেরা। যেগুলোর মূল্য প্রায় ২০ লাখ টাকা।’

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’