ওসমানীনগরে এসএসসি ও দাখিলে এ প্লাস পেয়েছে ৯২ জন

ফাইল ছবি

ওসমানীনগরে এবারের এসএসসি পরীক্ষায় ২১টি স্কুলের ২ হাজার ৪শ ১২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ৯শ ৪৬ জন। পাশের হার ৮০.৬৮ শতাংশ। এ প্লাস পেয়েছেন ৮১ জন। এসএসসি কারিগরি পরীক্ষায় ৮টি এ প্লাস পেয়েছে উপজেলার একমাত্র অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালাবাজার স্কুল।

এদিকে ওসমানীনগরে উপজেলার ১১টি মাদরাসার ৫শ ৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয় ৪৬৮ জন। পাশের হার ৮০.৬৯ শতাংশ। এ প্লাস পেয়েছেন ২ জন।

উপজেলার মধ্যে স্কুলের শতভাগ ফলাফল অর্জন করে শাহ সিদ্দীক জামেয়া উচ্চ বিদ্যালয়। ৪১ জন অংশগ্রহন করে পাশ করেন ৪১ জন। এ প্লাস পেয়েছে ৫ জন।

অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফল হচ্ছে, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ২৫৮ জনে পাশ করেন ২০৭, পাশের হার ৮০.২৩%, এ প্লাস ২০টি, বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল ও কলেজে ২১২ জনের মধ্যে পাশ করেন ১৬৫ জন, পাশের হার ৭৭.৮৩ শতাংশ, এ প্লাস পেয়েছেন ৯জন।

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৭০ জনের মধ্যে পাশ করেন ২৩৪ জন, পাশের হার ৮৬.৬৬ শতাংশ, এ প্লাস ১০টি। মোহাম্মদ নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০০ জনের মধ্যে ৮৭ জন পাশ করেন, পাশের হার ৮৭ শতাংশ, এ প্লাস ৬টি। খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১২৪ জনের মধ্যে পাশ করে ১১৩ জন। পাশের হার ৯১.১২ শতাংশ। এ প্লাস ৫টি।

সিকন্দরপুর আলহাজ্ব আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয় ৭২ জনের মধ্যে ৫৮ জন পাশ, পাশের হার ৮০.৫৬ শতাংশ। সদরুননেছা উচ্চ বিদ্যালয়ে ২৫২ জনের মধ্যে ২২৬ পাশ করেছে, পাশের হার ৯১ শতাংশ, এ প্লাস ৯টি। কে. এ. জনতা উচ্চ বিদ্যালয়ে ৫৮ জনের মধ্যে ৫৪ জন পাশ করেছে, পাশের হার ৯৩.০১ শতাংশ, এ প্লাস ২টি। সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১১৯ জনের মধ্যে ৭১ জন পাশ করেছে, পাশের হার ৫৯.৬৬ শতাংশ, এ প্লাস ৩টি।

রহমতপুর উচ্চ বিদ্যালয়ে ১০২ জন অংশগ্রহন করে ৪২ জন পাশ করেছে, পাশের হার ৩৬.২৭ শতাংশ, শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ে ১৩২ জনের মধ্যে ১০১ জন পাশ করেছে, পাশের হার ৭৬.৫১ শতাংশ। ওসমানীগর মডেল উচ্চ বিদ্যালয়ে ৬৫ জনের মধ্যে ৪৯ জন পাশ করেছে, পাশের হার ৭৫.৩৮ শতাংশ। রাগীব মজনু উচ্চ বিদ্যালয়ে ৫৮ জনের মধ্যে ৪৭ জন পাশ করেছে, পাশের হার ৮১.০৩ শতাংশ। খুজগীপুর মানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৭৪ জনের মধ্যে ৬০ জন পাশ করেছে, পাশের হার ৮১.০৮ শতাংশ, এ প্লাস ৩টি।

কে.জি.ডি এস উচ্চ বিদ্যালয় ৫৭ জনের মধ্যে 8৭ জন পাশ করেছে, পাশের হার ৮২.৪৫ শতাংশ। কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১০৭ জনের ৯৭ জন পাশ করেছে, পাশের হার ৯০.৬৫ শতাংশ, এ প্লাস ১টি। খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ে ১০৩ জনের মধ্যে ৫৮ জন পাশ করেছে, পাশের হার ৫৬.৩১, এ প্লাস ২টি। জয়নুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪২ জনের মধ্যে ৪১ জন পাশ করেছে, পাশের হার ৯৭.৯১ শতাংশ, এ প্লাস ৪টি। নবগ্রাম হাজী মো. ছাইম উচ্চ বিদ্যালয়ে ৯৮ জনের মধ্যে ৮৭ জন পাশ করেছে, পাশের হার ৮৮.৭৮ শতাংশ। ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৬৮ জনের মধ্যে ৬১ জন পাশ করেছে, পাশের হার ৮৯.৭০ শতাংশ।

এদিকে এসএসসি কারিগরি পরীক্ষায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২১ জন অংশগ্রহন করে ২০ জন পাশ করেছে। পাশের হার ৯৫.২৪ শতাংশ, এ প্লাস ৮টি।

দাখিল পরীক্ষায় ১১টি মাদরাসার মধ্যে সেরা ফলাফল অর্জন করে মাদারবাজার এফ ইউ সিনিয়র মাদরাসা। ৬৫ জনের মধ্যে ৬২ জন পাশ করেছে, পাশের হার ৯৫.৩৮ শতাংশ, এ প্লাস ১টি। উপজেলার মধ্যে দ্বিতীয় হয়েছে আলহাজ্ব মিনা বেগম নুরাসীয়া মহিলা দাখিল মাদরাসা। এখানে ৩৮ জনের মধ্যে ৩৪ জন পাশ করেছে, পাশের হার ৮৯.৪৭ শতাংশ।

অন্যান্য মাদরাসার ফলাফল হচ্ছে, হযরত শাহজালাল র. ফাযিল মাদরাসায় ৬৯ জনের মধ্যে ৫৮ জন পাশ করেছে, পাশের হার ৮৪.০৫ শতাংশ। শেখ ফযিলাতুন নেছা ফাযিল মাদরাসায় ৫৫ জন অংশগ্রহন করে ৪১ জন পাশ করেন, পাশের হার ৭৪.৫৪ শতাংশ। চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ৮৫ জনের মধ্যে ৭০ জন পাশ করেছে, পাশের হার ৮২.৩৫ শতাংশ। আহমদিয়া দাখিল মাদরাসায় ৪৪ জনের মধ্যে ৩৩ জন পাশ করেছে, পাশের হার ৭৫ শতাংশ, এ প্লাস ১টি।

কুরুয়া আলিম মাদরাসায় ২৪ জনের মধ্যে ১৭ জন পাশ করেছে, পাশের হার ৭০.৮৩ শতাংশ। চকবাজার ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪২ জনের মধ্যে ৩৩ জন পাশ করেছে, পাশের হার ৭৮.৫৭ শতাংশ। থানকগাঁও মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় ৬৬ জনের মধ্যে ৫৯ জন পাশ করেছে, পাশের হার ৮৯.৪৭ শতাংশ। পাঁচপাড়া মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় ৫১ জনের মধ্যে ৩৪ জন পাশ করেছে, পাশের হার ৬৬.৬৬ শতাংশ। খাদিমপুর কাঠাল খাইড় হাফিজিয়া দাখিল মাদরাসায় ৪১ জনের মধ্যে ২৭ জন পাশ করেছে, পাশের হার ৬৫.৮৭ শতাংশ।