সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ পড়ে আছে। ওই বৃদ্ধের পরিচয় না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।
এমন বাস্তবতায় লাশ হস্তান্তরের জন্য ওই বৃদ্ধের আত্মীয় স্বজনদের সন্ধান চায় সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ জুলাই ওই ব্যক্তি মৌলভীবাজার সদর থানাধীন ১২নং গিয়াসনগর ইউনিয়নয়স্থ নিতেশ্বর (মোকামবাজার) নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হলে মৌলভীবাজার শাখার ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।
মৌলভীবাজার সদর হাসপাতালের এম্বুলেন্স চালক সামসুল হক (মোবাইল-০১৭১১-৯৪৫৫১১) গত ১১ জুলাই অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ জুলাই বেলা ৩টার দিকে তিনি মারা যান। তার মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে।
উক্ত অজ্ঞাতনামা পুরুষকে কেউ চিনে থাকলে তার আত্মীয়-স্বজনকে কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটে (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই জামিল আহমদ, মোবা-০১৭৭০-৪৬৫৯৯৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।