সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম এর সাথে বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)র প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ মার্চ) বিকাল ৪টায় এসএমপি সদর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইমজা নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার কথা জানান।
সৌজন্য সাক্ষাকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, ইমজার সভাপতি যমুনা টিভির ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক এখন টিভির ব্যুরো প্রধান গোলজার আহমদ, সিনিয়র সাংবাদিক সময় টিভির ব্যুরো প্রধান জনাব ইকরামুল কবির, ইমজার সিনিয়র সহ-সভাপতি চ্যানেল টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান সজল ছত্রী, ইমজার সাবেক সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি সময় টিভির স্টাফ ক্যামেরাপার্সন দ্বিগেন সিংহ, ইমজার প্রচার ও তথ্য-প্রযুক্তি সম্পাদক বাংলা টিভির ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মাছরাঙ্গা টিভির স্টাফ ক্যামেরাপার্সন শুভ্র দাস রাজন, নির্বাহী সদস্য চ্যানেল আই ক্যামেরাপার্সন সুবর্ণা হামিদ, ইমজার সাবেক কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপার্সন গোপাল বর্ধন, নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শফি আহমদ, চ্যানেল আই সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ, সাবেক সহ সভাপতি এটিএন বাংলা স্টাফ ক্যামেরাপার্সন ইকবাল মুন্সি, সাবেক প্রচার সম্পাদক দেশ টিভি সিলেটের স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ সুজাত, মোহনা টিভির ব্যুরো প্রধান এ চৌধুরী শিপার, চ্যানেল এস ইউকের ক্যামেরাপার্সন শামীম হোসাইন সামী, এখন টিভির স্টাফ ক্যামেরাপার্সন অনিল কুমার পাল, মো. সেলিম মিয়া, আনন্দ টিভির ক্যামেরাপার্সন বিপলু আহমদ, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) মোহাম্মাদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদীপ দাসসহ এসএমপি সিলেটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।