এসএমপি’র ৩ থানার তদন্তকারী কর্মকর্তাদের নিয়ে কর্মশালা

সিলেট মেট্রোপলিটন পুলিশের ৩ থানার কর্মরত বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাদের নিয়ে কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর ) সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার(উত্তর) কার্যালয়ের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি, জালালাবাদ ও এয়ারপোর্ট থানায় কর্মরত বিভিন্ন মামলার ৫ তদন্তকারী কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

‘মামলার ডকেট পর্যালোচনা, ত্রুটি-বিচ্যুতি, পুলিশ সদস্য হিসেবে দায়িত্বকালীন কর্মকান্ড’ বিষয়ের উপর এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার( উত্তর) গৌতম দেব।

কর্মশালায় উপস্থিত তদন্তকারী কর্মকর্তাদের মামলা তদন্তকালে করণীয়-বর্জনীয় বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আলোকপাত করা হয়। এছাড়া পুলিশ সদস্য হিসেবে জনগণের জানমালের নিরাপত্তায় কি কি দায়িত্ব-কর্তব্য রয়েছে এ বিষয়ে দিক-নির্দেশনামূলক তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উত্তর বিভাগের দায়িত্বাধীন থানাগুলোর সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকল থানার অফিসারদের নিয়ে এরকম কর্মশালার আয়োজন করা হবে।