এশিয়া সফরের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।ইতোমধ্যে ঘোষণা করেছে শুরুর একাদশ।
বিশ্বকাপ ফাইনালের শুরুর একাদশে থাকা লাউতারো মার্তিনেজকে রাখা হয়নি এবার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের হয়ে খেলার কারণে তাকে বিশ্রামে রেখেছেন লিওনেল স্কালোনি। তবে খেলছেন নিকো গনসালেস।
কাতার বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পথে শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল লিওনেল মেসির দল। বেইজিংয়েও আজ তাদের আটকাতে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচটা ঘিরে আর্জেন্টাইন, বিশেষ করে মেসি ভক্তদের আগ্রহের পারদ আকাশ ছুঁয়েছে। গ্যালারির সর্বনিম্ন ৮২ ডলারের টিকেট কিংবা সর্বোচ্চ ৬৭৫ ডলারের টিকেট শেষ হয়ে গেছে ১০ মিনিটেই।
২০০৮ সালে বেইজিং অলিম্পিক থেকেই নিজের দেশ আর্জেন্টিনাকে অলিম্পিক ফুটবলের স্বর্ণ উপহার দিয়েছিলেন তিনি। সেবার সেমিফাইনালে তার জোড়া গোলেই ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। পরে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে স্বর্ণ জেতে আলবিসেলেস্তারা। আর ১৫ বছর পর এবার মেসি এলেন বিশ্বজয়ী ফুটবলার হিসেবে।
প্রীতি এই ম্যাচটিতে শুরুর যে একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, জেনে নিন এক নজরে : এমিলিয়ানো মার্তিনেস, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া, এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার, রদ্রিগো দে পল, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি ও নিকোলাস গনসালেস।
সিলেট ভয়েস/এএইচএম