সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ (এম.সি কলেজ) ক্যাম্পাসে শহীদ আসাদ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও স্থানীয় ঐতিহ্যের নির্দশন ভবন সংরক্ষণের দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এম.সি কলেজ শাখার আহ্বায়ক সুমিত কান্তি দাস পিনাক ও সাধারণ সম্পাদক মিসবাহ খান এক যুক্ত বিবৃতিতে এ দাবি করেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ‘এম.সি কলেজ সিলেট তথা সারা দেশের ঐতিহ্যবাহী কলেজগুলোর মধ্যে একটি। কলেজে শুধু পাঠদান নয়, এ জাতির মুক্তি সংগ্রামের ইতিহাস, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্যাম্পাসের স্থাপত্য শৈলী, নির্মল প্রাকৃতিক পরিবেশ মিলে শত বছরের আবেগ ও অহংকার আঁকড়ে ধরে আছে। কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিধন্য এ আঙ্গিনা। ১৯৬৯’র গণঅভুত্থানের শহীদ আসাদুজ্জামান আসাদ এম.সি কলেজের ছাত্র ছিলেন। ইতিমধ্যেই ক্যাম্পাসের ইতিহাসের সাথে যুক্ত বহু মনীষীর স্মৃতি ধরে রাখতে কলেজ প্রশাসন ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে নানাবিধ আয়োজন করা হয়েছে। এ উদ্যোগসমূহকে আমরা অভিনন্দন জানাই। একই সাথে আমরা ক্যাম্পাসে শহীদ আসাদুজ্জামান আসাদ স্মরণে স্মৃতিফলক নির্মানের পুনঃদাবি করছি। সাথে সাথে ‘আসাম প্যাটার্ন’-এ নির্মিত শতবর্ষী ভবনগুলো সংরক্ষণের দাবি করছি।’
নেতৃবৃন্দ বলেন ‘শিক্ষার পরিবেশ নির্বঘ্ন রাখতে কলেজ ক্যাম্পাসে অনেক অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। কিন্তু তা কলেজের শতবর্ষের পুরনো ঐতিহ্য সংরক্ষণ ও স্থাপত্য শৈলীর যে বিশেষ ধারায় পূর্বে ভবনগুলো নির্মিত হয়েছিল তা অক্ষুণ্ণ রেখেই করা জরুরি। এ জন্য ক্যাম্পাসে যথেষ্ট জায়গাও রয়েছে। প্রয়োজনে এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া যেতে পারে। আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এম স কলেজের শতবর্ষী ভবন সংস্কার, সংরক্ষণ ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের স্মৃতিস্তম্ভ নির্মাণের জোর দাবি জানাচ্ছি।’