সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৪-এ ৯৮ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া এ বছর কলেজটিতে জিপিএ-৫ পেয়েছেন ৪ শত ৭৫ জন শিক্ষার্থী। যা মোট ফলাফলের ৯৫ দশমিক ৩৮ শতাংশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করলে এ তথ্য পাওয়া যায়।
উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের তথ্যানুযায়ী, এ বছর এমসি কলেজ থেকে মোট ৫ শত ৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে ৩ শত ১ জন পুরুষ এবং ২ শত ৪ জন মহিলা শিক্ষার্থী রয়েছেন। এরমধ্যে ৪ শত ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন। যার শতকরা হার ৯৮ দশমিক ৬১ শতাংশ। এবং বাকি ৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
বোর্ডের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ এর হার বেড়েছে প্রায় ২৬ দশমিক ০১ শতাংশ। গত বছর(২০২৩) কলেজটিতে জিপিএ-৫ এর সংখা ছিল ৩ শত ৮ টি। ওই বছর কলেজ হতে মোট ৪ শত ৪৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ শত ৪৪ (৯৯ দশমিক ৫৫ শতাংশ) জন শিক্ষার্থী কৃতকার্য হোন।