এমসি কলেজের অধ্যাপক ড. সাহেদা আখতারের অবসরগ্রহণ

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. সাহেদা আখতার অবসর (পিআরএলএ) গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৫জুন) কলেজ প্রশাসন ও বাংলা বিভাগের পক্ষ থেকে তাঁকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সকালে কলেজের একাডেমিক ভবনের ১০১নং কক্ষে বাংলা বিভাগের আয়োজনে বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

বিদায়ী সাহেদা আখতারের উদ্দেশ্যে তিনি বলেন, ষোড়শ বিসিএস (সাধারণ শিক্ষা)’র এই ক্যাডার কর্মকর্তা ছিলেন নিবেদিতপ্রাণ নন্দিত শিক্ষাবিদ, দীপান্বিত ব্যক্তিত্ব, মেধা ও প্রজ্ঞা, নিষ্ঠা ও সততায় প্রত্যয়দীপ্ত দক্ষ শিক্ষক, ব্যতিক্রমী মনন- মনীষা -চিন্তা চেতনা ও প্রজ্ঞার প্রতিরুপ, মৌলিক ও সৃজনশীল চিন্তার উদ্ভাসে তিনি অনন্য, বিশিষ্ট লেখক, প্রবন্ধকার, দক্ষ সংগঠক ইত্যাদি বহুমাত্রিক গুণের অধিকারী সর্বোপরি একজন ভালো মানুষ।

১৯৯৬ থেকে ২০২৪ দীর্ঘ ২৮ বছর  নিরবচ্ছিন্নভাবে  অধ্যাপনার পর মুরারিচাঁদ (এমসি) কলেজ থেকে নিষ্ঠার সাথে বিদায়ী সংবর্ধনা গ্রহণ করেন। বিদায়কালে আবেগাপ্লুত ও নির্বাক-নিস্তব্ধ পরিবেশ সৃষ্টি হয় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিলাল উদ্দিন ও মানপত্র পাঠ করেন বিভাগের সহকারী অধ্যাপক জিনি বেগম। এসময় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী শ্রীবাস দাস, সুমাইয়া আক্তার ও গুণশ্রী দাস তিথির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, ড. সাহেদা আখতারের স্বামী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. মাহমুদুর রহমান, এমসি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. হুমায়ুন কবির চৌধুরী, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ, সিলেট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আঞ্জুমান আরা বেগম, সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক নীলুফার খানম, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক অঞ্জনা রানী দে , জাহেদুজ্জামান, মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক কানন কান্তি দাস, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আজির হাসিব প্রমুখ।

নিজের অভিব্যক্তি প্রকাশ করে অধ্যাপক ড. সাহেদা আখতার বলেন, ‘চাকুরিতে জয়েন করলে অবসর নিতে হবে এটা সরকারি নিয়ম। আজ (মঙ্গলবার) কলেজে আমার শেষ কর্মদিবস। কিন্তু, কলেজে আমার এটাই শেষ নয়। আমি কলেজ ম্যাগাজিনের আহবায়ক। যার কারণে আমাকে আবারো কলেজে আসতে হবে। ধীরে ধীরে হয়তো কলেজের সাথে সংশ্লিষ্টতা কমে আসবে। কিন্তু লেখাপড়া, গবেষণা, প্রকাশনার সাথে

তিনি আরও বলেন, ‘আমি সবসময় থাকবো। তখন হয়তো এগুলোর সাথে বেশি সময় পাবো। আমার চাকুরীজীবনের শুরু থেকে শেষ এই বিদ্যাপীঠে। এখানকার সবকিছুর সাথেই আমার সম্পর্ক। আমি অবসর জীবনের এইগুলো খুব মিস করবো। তবে আমার প্রাণপ্রিয় সহকর্মী ও শিক্ষার্থীদের সাথে দেখা করতে আমি বারবারই আসবো এই নীড়ে।’

এদিন প্রফেসর ড. সাহেদা আখতারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন কলেজের শিক্ষক পরিষদ, বাংলা বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ষোড়শ বিসিএসের শিক্ষাবিদরা।