খেলা হবে তবে আসুন রাজপথে খেলি : আফরোজা আব্বাস

কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, খেলা হবে তবে আসুন রাজ পথে খেলি, বিএনপি রাজপথে নামলেই পুলিশ দিয়ে বাধা দেন কেন, প্রশাসন কে ব্যারাকে রেখে আসুন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের একটি রেস্টুরেন্টে সুনামগঞ্জ মহিলা দলেরর আয়োজনে সুনামগঞ্জ জেলায় বন্যার ক্ষতিগ্রস্ত মহিলাদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জাতীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এসব কথা বলেন।

আফরোজা আব্বাস আরও বলেন, ‘আওয়ামী লীগ বলে বিএনপি মাঠে নেই বিএনপি মাঠে নামলেই পুলিশ দিয়ে বাধা দেয়। দলের নেতাকর্মীদের হত্যা করা হয়, মামলা দেয়া হয়, গুম করা হয়। দেশে তেল, গ্যাস সহ সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে দেশের মানুষ আজ অনহারে থাকতে হচ্ছে। আমি মনে করি
আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। সেই খেলার সমাপ্ত হওয়ার দিন চলে এসেছে আশা করি দ্রুত বিএনপির সুদিন আসবে।’

অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও বিএনপি’র মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, বিএনপি জাতীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক ডা. মোশেদ হাসান খান, জাতীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেনা জেরিন খাঁন প্রমুখ।