সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের মা রাবেয়া খাতুন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
রাবেয়া খাতুন ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের বাসিন্দা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনেরও মা। রাবেয়া খাতুনের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ গভীর শোক জানিয়েছেন।
সোমবার বিকেল ৩টায় নওধার গ্রামে এমপি রতনের বাসভবন ‘হাওর বাংলা’ প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযা পূর্বে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. রনজিত চন্দ্র সরকার, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।
পরে এমপি রতন তাঁর মায়ের আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত মুসুল্লী ও নির্বাচনী এলাকার জনসাধারণের কাছে দোয়া প্রার্থনা করেন। রাবেয়া খাতুন মৃত্যুকালে ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।